ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোরের দৈনিক রানার সম্পাদকের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
যশোরের দৈনিক রানার সম্পাদকের ইন্তেকাল আরএম মঞ্জুরুল আলম টুটুল

যশোর: যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার সম্পাদক আরএম মঞ্জুরুল আলম টুটুল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।



বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেছেন।   মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

মঞ্জুরুল আলমের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নওয়াপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা টুটুলকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। যশোর মেডিকেলে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর পেয়ে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের লোক ছুটে যান বেজপাড়ায় দৈনিক রানার অফিসে।

মঞ্জুরুল আলম টুটুল মরহুম সাংবাদিক গোলাম মাজেদের ছেলে ও নিহত সাংবাদিক সাবেক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের ভাই।

দুঃসাহসী লেখালেখির কারণে গোলাম মাজেদ স্বৈরশাসক এরশাদের শাসনামলে ১৯৮৪ সালে নিরাপত্তা বাহিনীর নির্যাতনে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে গোলাম মাজেদের মৃত্যুর পর তার বড় ছেলে আরএম সাইফুল আলম মুকুল আলোচিত পত্রিকা দৈনিক রানারের সম্পাদকের দায়িত্ব নেন। ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে নিজ অফিসের কাছে দুর্বৃত্তদের বোমা ও গুলিতে নিহত হন সাইফুল আলম মুকুল।

এরপর পত্রিকাটির হাল ধরেন গোলাম মাজেদের আরেক ছেলে আরএম মঞ্জুরুল আলম টুটুল। ২০০৪-০৫ সাল পর্যন্ত দৈনিক রানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাপটশালী পত্রিকা হিসেবে টিকে ছিল। কিন্তু আর্থিক দৈন্যতার কারণে আধুনিক প্রযুক্তি সংযোজিত করতে ব্যর্থ হওয়ায় পত্রিকাটি আস্তে আস্তে বাজার হারায়। বর্তমানে দৈনিক রানার অনিয়মিত প্রকাশিত হয়।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বাংলানিউজকে জানান, সাংবাদিকসহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার দুপুর ২টায় মঞ্জুরুল আলমের মরদেহ প্রেসক্লাব চত্বরে আনা হবে । বাদ এশা জানাজা শেষে বেজপাড়া কবরস্থানে বাবা, মা, ভাইয়ের কবরের কাছে তাকে সমাহিত করা হবে।
                       
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।