ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মাডাইং-এসবি গ্রুপ চেয়ারম্যানসহ তিনজনকে দুদকে তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
পদ্মাডাইং-এসবি গ্রুপ চেয়ারম্যানসহ তিনজনকে দুদকে তলব

ঢাকা: পদ্মাডাইং ও এসবি গ্রুপের চেয়ারম্যানসহ তিন প্রতিষ্ঠানের প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কশিমন (দুদক)।

কৃষিব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনার অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করবে দুদক।



বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্টদের পৃথক নোটিস পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক সেলিনা আখতার এ নোটিস করেছেন। নোটিসে তাদের আগামী ৮ ফেব্রুয়ারি দুদকে হাজির থাকতে বলা হয়েছে।

দুদক সূত্র এ সব তথ্য নিশ্চিত করেছে।

যাদের তলব করা হয়েছে তরা হলেন- এসবি গ্রুপের চেয়ারম্যান শাহজাহান বাবলু, পদ্মাব্রিচিং অ্যান্ড ডাইং লিমিটেডের চেয়ারম্যান শহীদ রেজা এবং মনোফিড মিলস লিমিটেড ও মনোহ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম বাশার।

দুদক সূত্র জানায়, কৃষিব্যাংকের এজিএম এজহারুল হক ভূঁইয়ার বিরুদ্ধে অন্যান্যদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভুয়া সম্পত্তি ব্যাংকে বন্ধক রেখে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুসন্ধানে ওই তিন কোম্পানির প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।