ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: শিক্ষার্থীদের উদ্দেশে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, শিক্ষকরা যখন ক্লাস করান, তখন তোম‍াদের মনোযোগী হতে হবে।

বুধবার (২৮ জুনুয়ারি) দুপুর ১টার  দিকে মৌলভীবাজার সরকারি কলেজের নবনির্মিত লীলা নাগ হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী আরো বলেন, সব সময় শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। মা-বাবার কষ্টে অর্জিত আয়ে ভালোভাবে লেখাপড়া করে তাদের মুখ উজ্জ্বল করতে হবে। ভবিষ্যতে সুনাগরিক হয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে।

এ সময় মন্ত্রী কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা ও   জেলায় আরো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দেন।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল্লাহর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, জেলা মহিলা লীগের সভাপতি জহুরা আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।