ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হিলিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
হিলিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর): হিলিতে ২৪ রাউন্ড তাজা গুলিসহ ফাহিম হোসেন খান কনক (৩৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর সদস্যরা।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার উত্তরবাসুদেবপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।



কনক ওই গ্রামের মৃত আকরাম খানের ছেলে।

র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হায়াত জানান, দীর্ঘদিন ধরে সীমান্তে অস্ত্রের ব্যবসা করে আসছিলেন কনক। বিকেলে তার বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় তার ঘরে সাত দশমিক ৬৫ এমএম পিস্তলের ২৪ রাউন্ড তাজা গুলি পাওয়ায় তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।