ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শওকত মাহমুদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি সাংবাদিক নেতাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
শওকত মাহমুদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি সাংবাদিক নেতাদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি সাংবাদিকরা।

বুধবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসকাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন ও মিছিল করা হয়।



বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় শওকত মাহমুদকে আসামি করে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসকাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম-সম্পাদক কাদের গণি চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মুহাম্মদ সাখাওয়াৎ ইবনে মঈন চৌধুরী, মহাসচিব কামাল উদ্দিন আহম্মেদ প্রমুখ।

এম আবদুল্লাহ বলেন, শওকত মাহমুদকে কারাগারে নেওয়ার চেষ্টা করা হলে সরকারকে চরম খেসারত দিতে হবে। সরকার সাংবাদিকদের আন্দোলন সহ্য করতে পারছে না বলেই জনপ্রিয় সাংবাদিক নেতা শওকত মাহমুদের নামে মিথ্যা মামলা দিয়েছে।

তিনি বলেন, মিডিয়াবিরোধী এই আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টিভিসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। মাহমুদুর রহমানকে বিনা বিচারে দুই বছর ধরে কারারুদ্ধ করে রেখেছে। কিন্তু তাতেও সরকারের শেষ রক্ষা হবে না। দেশের জনগণ জেগে উঠেছে।

এম এ আজিজ বলেন, বাংলাদেশ- এমনকি ব্রিটিশ আমলেও সাংবাদিক নেতাদের নামে কখনো ফৌজদারি মামলা দেওয়া হয়নি। এবারই তার ব্যতিক্রম করলো সরকার।

তিনি বলেন, শওকত মাহমুদের নামে দেওয়া মামলা সাজানো ও মিথ্যা। এজাহারে তার নাম না থাকলেও পরে তার নাম সংযুক্ত করা হয়েছে।

তিনি এ মামলা প্রত্যাহার, সাগর-রুনির হত্যাকারীদের বিচার, বন্ধ মিডিয়া খুলে না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে সরকারকে সতর্ক করেন।

একই দাবিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।