ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জের মেয়র নির্বাচন ৫ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
সুন্দরগঞ্জের মেয়র নির্বাচন ৫ মার্চ

ঢাকা: গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচন আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হবে।
 
বুধবার (২৮ জানুয়ারি) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন (ইসি) গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।



ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, আগামী শনিবার (৩১ জানুয়ারি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই ভোটার তালিকার ভিত্তিতেই ৫ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই সে মোতাবেক প্রয়োজনী ব্যবস্থা নিয়ে ছবিসহ ভোটার তালিকার মুদ্রিত কপি শিগগিরই পাঠাতে হবে।
 
ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, এ ধরণের উপ-নির্বাচনে ইসি কেবল নির্বাচনের তারিখ নির্ধারণ করে দেয়। এছাড়া মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রার্থীতা প্রত্যাহারসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেন রিটার্নিং কর্মকর্তা। এ নির্বাচনে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা এবং সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ইসি।
 
গত বছর ১ অক্টোবর সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজুকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিলো।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।