ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অনলাইনের সুবাদে পৃথিবী হাতের মুঠোয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
অনলাইনের সুবাদে পৃথিবী হাতের মুঠোয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

ঢাকা: অনলাইন মিডিয়ার সুবাদে পৃথিবী এখন আমাদের হাতের মুঠোতেই থাকে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে ‘দৈনিক আজকের পত্রিকার’ অনলাইন সংষ্করণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।



মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ঘোষণায় ডিজিটাল দেশ গঠনে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, অনেক সময় গণমাধ্যম স্বাধীনতার নামে ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করে।

এগুলো থেকে ‘দৈনিক আজকের পত্রিকা’ নিজেদের মুক্ত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির চলমান অবরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা অবরোধ করেছি হাজার নেতা-কর্মীকে নিয়ে রাস্তায় শুয়ে বসে। অবরোধের সময় হামলার শিকার হয়ে মতিয়া চৌধুরী ও মোহাম্মদ নাসিম এখন ল্যাংড়া হয়ে গেছেন। আপনারা অবরোধের নামে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা শুরু করেছেন। পারলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে হত্যা করেন। সাধারণ মানুষের ওপর হামলা করবেন না। সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি জামায়াত চায় বাংলাদেশ পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত হোক।
 
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে এটা তাদের সহ্য হচ্ছে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।  

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক চিফ হুইফ উপাধক্ষ আবদুস শহীদ এমপি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে আইন, গুড গভর্ন্যান্স, মিডিয়া, সিভিল সোসাইটি ও সংসদকে পূর্ণ স্বাধীনতা দিতে হয়। মিডিয়াকে বাদ দিয়ে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না।

প্রবাসী পল্লী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমানের সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশের কোনো পত্রিকা আনন্দ বাজার ও নিউইয়র্ক টাইমস এর মতো করতে পারেনি। দেশে এই প্রথম কোনো পত্রিকার প্রিন্ট কপি বাজারে আসার আগেই অনলাইন সংস্করণ চালু করা হলো।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পত্রিকাটির সম্পাদক মো. সফিকুল ইসলাম বলেন, ভিন্ন ধারায় পাঠককে বস্তুনিষ্ঠ সংবাদ জানাতে বাজারে আসার আগেই অনলাইন সংস্করণ চালু করা হলো ‘আজকের পত্রিকার’। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে কারো চোখ রাঙানিতে ভয় না পেয়ে সঠিক খবর তুলে ধরতেই আমাদের যাত্রা শুরু হলো।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫/আপডেট: ০০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।