ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
বৃহস্পতিবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টাঙ্গাইল: টাঙ্গাইলে বঙ্গবন্ধু ব্রিজ শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের উদ্বোধন ও শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে প্যারেড অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) টাঙ্গাইলে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বিশেষ হেলিকপ্টারযোগে সকাল সোয়া ১০টায় ঘাটাইল উপজেলায় নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।



পরে সাড়ে ১০টায় এএমসিসি অ্যান্ড এস কর্তৃক পরিচালিত মহিলা রিক্রুট ব্যাচ-৭১ (১৪-১) (এএমসি)-এর শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

এরপর সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় নবনির্মিত বঙ্গবন্ধু ব্রিজ শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের উদ্দেশে যাত্রা করবেন। ১২টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু ব্রিজ শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

সবশেষে বিকেল ৩টায় ঢাকার উদ্দেশে বিশেষ হেলিকপ্টারযোগে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

বুধবার ট‍াঙ্গাইল নেজারত ডেপুটি কালেক্টর অফিস থেকে টাঙ্গাইল প্রেসক্লাবে পাঠানো এক চিঠিতে এ তথ্য জান‍ানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।