ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ককটেলে পিঠ ঝলসে গেলো সহকারী জজের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
ককটেলে পিঠ ঝলসে গেলো সহকারী জজের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মিরপুরে ককটেল বিস্ফোরণে আসাদুজ্জামান (২৫) নামে এক সহকারী জজের সারা পিঠ ঝলসে গেছে। বর্তমানে আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের কালশীতে ২২ তলা গার্মেন্টেসের (স্টান্ডার্ড গার্মেন্ট) সামনে রাস্তা পারাপারের সময় তিনি ককটেলে বিস্ফোরণে আহত হন।

আহত আসাদুজ্জামানা মিরপুর ১১ নম্বরের লালমাটিয়ার ৭১/৩ নম্বর বাড়িতে থাকেন।

আহত সহকারী জজের বড় ভাই নুরুজ্মামান টিটু বাংলানিউজকে জান‍ান, তার ভাই আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেছেন। তিনি সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন কিন্তু এখনও তার পোস্টিং হয়নি।

নুরুজ্জামান টিটু আরও জানান, কালশীর ২০ তলা গার্মেন্টের সামনে রাস্তা পার হয়ে বাসায় আসার পথে একটি ককটেল বিস্ফোরণে আসাদুজ্জামানের সারা পিঠ ঝলসে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। পরে উন্নত চিকিৎস্বার্থে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

** খুলনায় ককটেল বিস্ফোরণে কলেজ ছাত্র দগ্ধ
** বগুড়ায় এবার পণ্যবাহী দুই ট্রাকে আগুন
** খুলনায় পেট্রোলবোমায় ট্রাকচালক দগ্ধ
** গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
** বগুড়ায় সারবাহী ট্রাকে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।