ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হরিপুর সীমান্তে বিএসএফ’র হাতে কিশোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
হরিপুর সীমান্তে বিএসএফ’র হাতে কিশোর আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে সাব্বির (১৪) নামে বাংলাদেশি এক কিশোরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় সীমান্তের ৩৬৭ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের ফুলবাড়ি বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করে।



আটক সাব্বির ওই উপজেলার ধুগরীয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বিরকে সঙ্গে নিয়ে তার বাবা জমির উদ্দিন সীমান্ত ঘেঁষা ক্ষেতে কৃষি কাজ করছিলেন। এসময় ভুল করে সাব্বির ৩৬৭ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতীয় ভুখণ্ডে ঢুকে গেলে বিএসএফ তাকে আটক করে।

ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক কিশোরকে ফেরত চেয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। বিএসএফ শিশুটিকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।