ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ছবি: রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা ও লেখাপড়ায় বিঘ্নসৃষ্টিকারী রাজনৈতিক কর্মসূচি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী-ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।



মানববন্ধনে বক্তারা বলেন, হরতাল-অবরোধের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। আগামী ২ ফেব্রুয়ারি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হবে। এর মধ্যে দেশের রাজনৈতিক দলগুলো হরতাল-অবরোধ দিয়ে শিক্ষার্থীদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে।

হরতাল-অবরোধসহ সহিংস সব কর্মসূচি প্রত্যাহারের জন্য দেশের সব রাজনৈতিক দলগুলোকে সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

শিক্ষক নেতারা বলেন, দেশের লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। কিন্তু হরতাল-অবরোধের কারণে পরীক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছে।

সরকারের কাছে আহ্বান জানিয়ে শিক্ষক নেতারা বলেন, অবিলম্বে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।  

পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধসহ সহিংস কর্মসূচি প্রত্যাহারের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান শিক্ষক নেতারা।

রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যও সরকারের প্রতি দাবি জানায় সংগঠনটি।

আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার, কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, শিক্ষক নেতা অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, অধ্যাপক শফিকুল ইসলাম লাভলু প্রমুখ।
  
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।