ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘পেট্রোল বোমা অপরাধ দমন আইন’ প্রণয়নের দাবি

স্টাফ করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
‘পেট্রোল বোমা অপরাধ দমন আইন’ প্রণয়নের দাবি ছবি: প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয়: চলমান সহিংসতা দমনে ‘এসিড অপরাধ দমন আইন-২০০২’ এর মতো সর্বোচ্চ শাস্তির বিধান রেখে ‘পেট্রোল বোমা অপরাধ দমন আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সংসদের চলতি অধিবেশনেই সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকে।

একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কথা বলার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান শিক্ষকরা।

আগামী এসএসসি বা সমমান পরীক্ষা নির্বিঘ্ন করতে অপরিণামদর্শী রাজনৈতিক কর্মসূচি বর্জনে হরতাল-অবরোধ আহ্বানকারীদের প্র্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ফেব্রুয়ারি আমাদের ভাষা ও আবেগের মাস। মার্চ স্বাধীনতার ও এপ্রিলে আবার এইচএসসি পরীক্ষা। তাই দেশের সার্বিক কল্যাণ চিন্তা করে রাজনৈতিক কর্মসূচি দিন।

এদিকে দেশব্যাপী অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য ও তাণ্ডবলীলার পরিপ্রেক্ষিতে শিক্ষকরা আগামী ২ ফেব্রুয়ারি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া সন্ত্রাস-নৈরাজ্যের শিকার মানুষদের চিকিৎসা ও পুনর্বাসনে সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের সমপরিমাণ বেতন প্রদানেরও সিদ্ধান্ত হয়েছে।

গত ২৭ জানুয়ারি শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম, কার্যকরী সদস্য অধ্যাপক এ জে এম শফিউল আলম ভুইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।