ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে চাপাতি-ছুরিসহ ৬ ডাকাত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
রাজধানীতে চাপাতি-ছুরিসহ ৬ ডাকাত গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর রমনা থানাধীন মৎস ভবনের সামনে থেকে চালসহ ট্রাক ডাকাতির ঘটনায় রাজধানী ও এর আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম।



তিনি জানান, মৎস ভবনের সামনে থেকে ট্রাক চালককে আহত করে চালসহ ট্রাক ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

ডাকাতরা হলো- মোহাম্মদ জুম্মন (১৯), মোহাম্মদ আল-আমিন (২২), দ্বীন ইসলাম (৫০), মোশারফ হোসেন ওরফে রতন রানা (৪৮), মজিবুর রহমান (৪৫) এবং নূরুল হক (৬০)।

রাজধানীর মোহাম্মদপুর, শ্যামপুর, দক্ষীণ কেরাণীগঞ্জ, মুন্সীগঞ্জের সিরাজদীখান এবং শ্রীনগরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান এসআই।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ৩টি চাপাতি, ২টি ছুরি, ট্রাকে মালামাল উঠানোর কাজে ব্যবহৃত ২টি হুক, ১টি কাচি এবং ১টি লোহার রড উদ্ধার করা হয়।

এছাড়া উদ্ধার করা হয় ২১৪টি চালের বস্তা, ডাকাতি হওয়া ট্রাকসহ এ কাজে ব্যবহৃত অতিরিক্ত আরেকটি ট্রাক।

গত ২১ জানুয়ারি দিনগত গভীর রাতে মৎস ভবনের সামনে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ট্রাক চালক জাহিদুল ইসলাম পরেরদিন রমনা থানায় একটি মামলা (মামলা নং-২৮) দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।