ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২ ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ পৌরসভার উপরের বাজার এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-টেকনাফের সাবরাং ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত সাবের আহমদের ছেলে নজরুল ইসলাম (২০) ও দক্ষিণ জালিয়াপাড়ার মৃত হাজী আব্দুল আহাদের ছেলে মোহাম্মদ আলম (৪০)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে জানান, টেকনাফ থেকে ইয়াবার বড় একটি চালান পাচার করা হচ্ছিল। খবর পেয়ে টেকনাফের উপরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দু’জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ ব্যাপারে মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।