ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে যাওয়ার সময় বেনাপোলে আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
ভারতে যাওয়ার সময় বেনাপোলে আটক ৯ ছবি: প্রতীকী

বেনাপোল(যশোর): বেনাপোল পোর্টথানাধীন পুটখালী সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি ৯ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-কুমিল্লার নূরুল ইসলামের ছেলে হালিম (২২), মাদারীপুরের কালিপদ রায়ের ছেলে কিরণ (২০), বগুড়ার আব্দুল মজিদের ছেলে জাহিদ (৩৩), মাদারীপুরের বিজয় বালার ছেলে অসিত বালা (৩৬), নড়াইলের মাইন শেখের ছেলে মুরাদ শেখ (৩২), যশোরের মুজিবরের মেয়ে রেশমা (২৫), খুলনার আব্দুল শেখের ছেলে নূর ইসলাম (৩৫), নাটোরের সৈয়দ আলীর মেয়ে তানিয়া ও চাঁদপুরের বোরহানের ছেলে মাইনুদ্দীন (৩৮)।

পুলিশ জানায়, ভারতে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা পাসপোর্ট ছাড়া সীমান্ত পথে ভারতে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তাদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।