ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমিতে পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমিতে পিঠা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে নতুন প্রজন্মের শিশুদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমিতে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।



বর্ণাঢ্য পিঠা উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শতাধিক শিশু-কিশোর শিক্ষার্থী নানান রকমের পিঠা নিয়ে উৎসবে অংশ নেয়।  

চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালক সাইফুল্যাহ কামরুল, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সভাপতি মিজানুর রহমান, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহান, সংবাদকর্মী মুজাহিদুল ইসলাম সোহেল, মু. সাইদুজ্জামান রাজু, গোলাম কিবরিয়া রাহাত, সংস্কৃতিকর্মী অমিয় পাপন চক্রবর্তী অর্ক, ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ।

পিঠা উৎসবে ক্ষীর, সুজির বরফি, ছিটা, ঝুনি পিঠা, সাকুর, মালপোয়া, পাটি সাপটা, রস কদম, পিংগার, পানপুয়া, টিকেট, চকলেট, গোলাপ, ভাপা, ক্রিসমাস ট্রি, সুজির পুরপিঠা, গাজরের পিঠা, আলুর স্টিক পিঠা, ঝাল পিঠা, জামাই পিঠা, চিতল পিঠা, শিমের ফুল পিঠা, নারকেল পিঠা, লাভপিঠা, ছিটা পিঠা ডোনাটা, দুধ পুলি, ভাজা পুলি, হাজের পিঠা, শামুখ পিঠা, খেজুর পিঠা, সবজি পাতা, রানী ভরি পিঠা, ডিমের পিঠা, মুগ চমচম, কেচি পিঠা, পাপড় ভাজা, চিংড়ি পিঠা, মাছ পিঠা, ডালের পিঠা, নুডুলস পাকোড়া পিঠা, লিচি চোকরা, বুতুম পিঠা, সুঁই পিঠা, নারকেলের বিস্কুট, বকুল পিঠা, বেনি পিঠা, জিলাপি পিঠা, ঝুমকা পিঠা, ঝালের পুয়া, নঁকশি পিঠা, লশকরা, প্রগবল সিদ্ধি পুলিসহ নানা রকমের শতাধিক পিঠা প্রদর্শনীতে স্থান পায়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।