ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রী নিরাপত্তায় সড়ক-মহাসড়কেও আনসার নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
যাত্রী নিরাপত্তায় সড়ক-মহাসড়কেও আনসার নিয়োগ

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন জোটের কর্মসূচিতে নাশকতা রোধে সারাদেশের সড়ক-মহাসড়কে যাত্রী এবং পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে আনসার সদস্য নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার থেকে তারা বিভিন্ন পয়েন্টে কাজ শুরু করবেন।



বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।  

সভায় পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী, আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভা শেষে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ৯৯৩টি পয়েন্টে ১২ হাজার আনসার সদস্য নিয়োগ করা হবে। এর মধ্যে শুক্রবার থেকে ‘ঝুকিপূর্ণ’ (ভালনারেবল) ২১৬টি পয়েন্টে আনসার সদস্যরা কাজ শুরু করবেন। পর্যায়ক্রমে অন্যান্য পয়েন্টেও আনসার সদস্য মোতায়েন করা হবে।

হরতাল-অবরোধে ‘মহাসড়ক, নৌপথ এবং রেলপথে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ ও নির্বিঘœ করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়’র এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মালিক-শ্রমিক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ক্ষতিপূরণের বিষয়টি সরকারের ‘সক্রিয় বিবেচনায়’ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।

রেল-সড়ক-নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা প্রদান ও বৃদ্ধিকরণে গুরুত্বারোপ করার পাশাপাশি সারাদেশে সচেতনতা বৃদ্ধিতে সচেতনতা বৃদ্ধি করতে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা হবে বলে জানান ওবায়দুল কাদের।

স্থানীয় সরকার মন্ত্রণালয়, সংসদ সদস্য ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা জন সচেতনতায় উদ্যোগ নেবে বলেও জানান মন্ত্রী।

রাজনৈতিকভাবেও সমন্বয়ের জন্য প্রধোনমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, আমরা ঘৃণার আগুন জ্বালিয়ে সহিংসতার আগুনের জবাব দেবো। এজন্য প্রয়োজনীয় পদেক্ষেপ কাল (৩০ জানুয়ারি, শুক্রবার) থেকেই শুরু হবে।

সড়কমন্ত্রী ছাড়াও সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলপথমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।

এছাড়াও ছিলেন স্থানীয় সরকার সচিব মনজুর হোসেন, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

১৫ চালক-সহকারীর মৃত্যু
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধের সহিংসতায় এ পর্যন্ত ১৫ জন চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। এ ছাড়া এ সহিংসতায় আহত হয়েছেন আরো ৪০ জন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) উদ্ধৃত করে তিনি বলেন, এ পর্যন্ত ৩২৫টি গাড়িতে আগুন, ৫০০টি ভাঙচুর করা হয়েছে। এছাড়াও বিআরটিসির ৪টি বাসে আগুন, ২৬টি ভাঙচুর করা হয়।

এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতও নির্বিঘ্ন
সভায় আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার্থী এবং অভিভাবকদের যাতায়াতের বিষয়টিও উদ্বেগের সঙ্গে আলোচনা হয় বলে জানান ওবায়দুল কাদের।

তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সেতুমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫/আপডেটেড: ১৮০২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।