ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সহিংসতা বন্ধে শিক্ষার্থী-পরীক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
বরিশালে সহিংসতা বন্ধে শিক্ষার্থী-পরীক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: দেশে চলমান সহিংসতা বন্ধ করে জনগণের জানমালের নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন,  বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল হক সুমন, এসএসসি পরীক্ষার্থী সাব্বির, অন্তু ও তানিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫       


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।