ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না

জাতীয় সংসদ ভবন থেকে: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে ৩২ বছর করার পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।



আ খ ম জাহাঙ্গীর হোসাইনের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত নন-ক্যাডার প্রথম শ্রেণীর বিভিন্ন পদে ৪ হাজার ২ শ’ ৫৬ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৯ শ’ ০৮ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়।

মাহফুজুর রহমানের অন্য এক প্রশ্নেরর জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অধীনে কোনো চিকিৎসকের পদ নেই। সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রেষণে ১ জন মেডিকেল অফিসার কর্মরত আছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে চাহিদার প্রেক্ষিতে নিয়োগ দেওয়া হয়। এ মন্ত্রণালয়ের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৯ হাজার ১ শ’ ২৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

** হরতাল-অবরোধে মামলার তারিখ পরিবর্তন হচ্ছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।