ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অপ্রাপ্ত বয়স্কদের কাছে তামাক পণ্য বিক্রি বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
অপ্রাপ্ত বয়স্কদের কাছে তামাক পণ্য বিক্রি বন্ধের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: অপ্রাপ্ত বয়স্কদের কাছে তামাক ও তামাকজাত পণ্য অর্থাৎ বিড়ি সিগারেট, জর্দ্দা, গুল, তামাকপাতা বিক্রি ও বিতরণ বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে তামাক বিরোধী মিডিয়া জোটের রাজশাহী অঞ্চলের সাংবাদিকরা।

শনিবার মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র সম্মেলন কক্ষে রাজশাহী অঞ্চলের এক সভায় সাংবাদিকরা এ দাবি জানান।



জোটের রাজশাহী আঞ্চলিক সভায় বক্তারা আরও বলেন, দেশে তামাক কোম্পানিগুলোর কূট কৌশল ও আইন বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপের অভাবের কারণে অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে তামাক গ্রহণের প্রবণতা বেড়েছে। তাই আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।  

সভায় আত্মা’র সদস্য আলমগীর কবির তোতার সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন এসিডি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর এহসানুল আমিন ইমন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিনিধি ড. আইনুল হক, সাংবাদিক শরীফ সুমন, জিয়াউর রহমান জিয়া, আহসান হাবীব অপু, পরিতোষ চৌধুরী আদিত্য, সোহেল মাহবুব, ডাবলু কুমার ঘোষ, আশরাফুল ইসলাম, আহসান হাবীব ও  মোবারক আলী প্রমুখ।   
         
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।