ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
সিলেটে যাত্রীবাহী বাসে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

সিলেট: সিলেটে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় নগরীর সোবহানীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলংগামী একটি বাস নগরীর সোবহানীঘাট ওয়াল্টন শো-রুমের সামনে যাত্রী তোলার সময় ৪/৫ জন অবরোধ সমর্থক পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।

সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে বাসটির যাত্রীরা নিরাপদে সরে যাওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

** টঙ্গীতে পেট্রোলবোমায় পুড়ল কাভার্ডভ্যান

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।