ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে বিএনপির ৪ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
আদিতমারীতে বিএনপির ৪ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

লালমনিরহাট: অবরোধের সমর্থনে মিছিল বের করার চেষ্টাকালে লালমনিরহাটের আদিতমারীতে বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আদিতমারী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।


 
আটকরা হলেন- আদিতমারী উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়া (৩৩), আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর ভাতিজা উপজেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ওয়ালিউর রহমান (২২), ভেলাবাড়ি এলাকার শাহ আলমের ছেলে ছাত্রদল কর্মী শফিকুল ইসলাম (১৫) ও ভাদাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক (৪৪)।
 
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।  
 
বাধা উপেক্ষা করে তারা পুনরায় মিছিলের চেষ্টা করে। এ সময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করা হয় বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।