ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়া যৌনপল্লী থেকে কিশোরী উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
দৌলতদিয়া যৌনপল্লী থেকে কিশোরী উদ্ধার

গোয়ালন্দ(রাজবাড়ী): গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক কিশোরীকে(১৪) উদ্ধার করেছে পুলিশ। এসময় নাসিমা আক্তার নামের এক বাড়িওয়ালীকে গ্রেফতার করা হয়।

 

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করা হয়। ওই কিশোরীর বাড়ি ময়মনসিংহে।

গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাংলানিউজকে জানান, ওই কিশোরী কয়েকদিন আগে গাজীপুর তার নানা বাড়িতে বেড়াতে আসে। এসময় এক নারীর সঙ্গে তার পরিচয় হয়।

তিনি তাকে বেড়ানোর কথা বলে কৌশলে (২৯ জানুয়ারি) দৌলতদিয়া যৌনপল্লীতে এনে নাসিমা বাড়িওয়ালীর কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়। এরপর থেকে বাড়িওয়ালী নাসিমা ওই মেয়েটিকে দিয়ে জোর করে দেহব্যবসা চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লীতে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতির কর্মীরা থানা পুলিশকে জানায়। পুলিশ দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও ঘটনায় জড়িত যৌনকর্মী নাসিমাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।