ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলে এসএসসি পরীক্ষার্থী বহনে শিথিলতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
মোটরসাইকেলে এসএসসি পরীক্ষার্থী বহনে শিথিলতা ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহীতে মোটরসাইকেলে এসএসসি পরীক্ষার্থী বহন করা যাবে। ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা উপলক্ষে মোটরসাইকেলে পরীক্ষার্থী চলাচলে এ শিথিলতা আনা হয়েছে।



গত ২২ জানুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপনে সারাদেশে মোটরসাইকেলে চালক ব্যতীত সঙ্গী চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ বলেন, মোটরসাইকেলে চড়ার এ সুযোগ সবার জন্য নয়, কেবলমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য। মোটরসাইকেলে চালক ছাড়াও একজন পরীক্ষার্থী উঠতে পারবে।

সরদার তমিজ উদ্দিন আহমেদ জানান, কোনো মোটরসাইকেলে যদি দু’জন চলাচল করে আর তাদের মধ্যে যদি একজন এসএসসি পরীক্ষার্থী থাকে তবে তাদের চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।

তবে এজন্য পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার প্রবেশপত্র সাথে রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।