ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
কিশোরগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল চাপায় আক্কাছ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
 
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে হোসেনপুর-নান্দাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আক্কাছ আলী হোসেনপুর উপজেলার জগদল গ্রামের বাসিন্দা।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বাংলানিউজকে জানান, সকালে আক্কাছ আলী ধানের চারা ক্রয় করতে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় হোসেনপুর- নান্দাইল মহাসড়কের আমানসরকার বাজার এলাকায় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।