ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নির্বিঘ্নে পরীক্ষার দাবিতে মধুপুরে মানববন্ধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
নির্বিঘ্নে পরীক্ষার দাবিতে মধুপুরে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করার দাবিতে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
 
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে থেকে মধুপুর সদরে ও বেলা সাড়ে ১১টার দিকে ধনবাড়ী উপজেলা পরিষদের সামনে পৃথক এসব মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 
 
সকাল ১০টার দিকে মধুপুর উপজেলা সদরের রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় ও শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী ময়মনসিংহ রোডের নতুন বাজার এলাকা থেকে থানামোড় পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এ মানবন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এ সময় তারা হরতাল প্রত্যাহার করে পরীক্ষা নির্বিঘ্ন করার দাবিতে স্লোগান দেয়।  
 
একই সময়ে টাঙ্গাইল রোডের গাঙ্গাইর আহমদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরাও বিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধনে অংশ নেয়।
 
এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে ধনবাড়ী উপজেলা পরিষদের সামনে রাস্তার দুই পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই দাবিতে মানববন্ধন করে।
 
এতে অংশ নেয় ধনবাড়ী নবাব ইনস্টিটিউট, সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, ধনবাড়ী কলেজিয়েট হাই স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।