ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় মাদ্রাসাছাত্র অপহরণের দায়ে আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
আখাউড়ায় মাদ্রাসাছাত্র অপহরণের দায়ে আটক ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বায়েজিদ মিয়া (১২) নামে এক মাদ্রাসাছাত্রকে অপহরণের ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে হৃদয় মিয়া (২০) ও বাবুল মিয়া (১৮) নামে দুই অপহরণকারীকে আটক কর‍া হয়।



আটক হৃদয় সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের রকিব মিয়ার ছেলে ও বাবুল মিয়া সদর উপজেলার সুহেলপুর গ্রামের হাসেম মিয়ার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অপহৃত শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।

সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আলীম বাংলানিউজকে জানায়, গত সোমবার বিকেলে সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের রাকিব মিয়ার ছেলে ও কুট্টাপাড়া মারকাজুত তাহফিজ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। বায়েজিদ মিয়াকে অপহরণ করে নিয়ে যায় তার আপন চাচাতো ভাই হৃদয়সহ একটি চক্র।

ঘটনার পাঁচ দিন পর রাত ১০টার দিকে অপহরণকারীরা মোবাইল ফোনে তার পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু ওই টাকা পরিশোধের পর আরো ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেলে বায়েজিদকে হত্যারও হুমকি দেয় তারা।

এ ঘটনায় মঙ্গলবারে বায়েজিদের মা রোজিয়া বেগম বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন। পরে  পুলিশ শুক্রবার সকালে শাহ আলম (২৮) নামে এক বিকাশ ব্যবসায়ীকে আটক করে।

পরে শনিবার বিকেলে আখাউড়া পৌরশহরের লালবাজারে একটি মোবাইল দোকান থেকে বিকাশে মুক্তিপণের টাকা উত্তেলনের সময় হৃদয় ও বাবুল মিয়াকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।