ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে থানার সামনে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
চাঁদপুরে থানার সামনে ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুর সদর মডেল থানার সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে পুলিশের দাবি এগুলো পটকা।



শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নাছির হোসেন (৩১) নামে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে চাঁদপুর সদর মডেল থানার সামনে পর পর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে থানা সংলগ্ন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে ঘটনাস্থল চাঁদপুর শহরের পুরানবাজারের বাসিন্দা নাছিরকে আটক করে পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর বাংলানিউজকে জানান, থানার অনেক সামনে ককটেলের মতো দুইটি আওয়াজ হয়েছে। তবে এগুলো ককটেল নয়, পটকা হতে পারে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।