ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খালেদার কার্যালয়ে ফের বিদ্যুৎ সংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
খালেদার কার্যালয়ে ফের বিদ্যুৎ সংযোগ খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে /ছবি: রাশেদ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।   বিচ্ছিন্ন করার প্রায় ২০ ঘণ্টা পর এই সংযোগ দেওয়া হয়।



শুক্রবার দিনগত রাত ২টা ৪২ মিনিটে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে। নানা নাটকীয়তার পর শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের দিকে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তবে এখনও সচল হয়নি মোবাইল সংযোগ।

এদিকে, বিদ্যুৎ সংযোগ দিয়ে যাওয়ার সময় লাইনম্যানদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন, আমাদের বলা হয়েছে সংযোগ দেওয়ার জন্য। আমরা সংযোগ দিয়ে গেলাম।

এদিকে শুক্রবার ‍রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর খালেদার কার্যালয়ের নিজস্ব জেনারেটরে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়।

কিন্তু সকাল নাগাদ জ্বালানি ফুরিয়ে গেলে জেনারেটরও বন্ধ হয়ে যায়। দুপুর নাগাদ দুই ড্রাম তেল এনে ফের চালু করা হয় জেনারেটর।

কিন্তু ওই সময়ের মধ্যে খালেদা জিয়ার কার্যালয়ের কেবল টিভি লাইন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীরা সন্ধ্যায় খালেদা জিয়ার কার্যালয়ের স‍ামনে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে সেখান থেকে ১৩ জনকে আটক করা হয়।

** পানির ড্রাম ফেরত পাঠালো পুলিশ

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪/আপডেট ১২২৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।