ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে অটোরিকশায় আগুন, ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
সিরাজগঞ্জে অটোরিকশায় আগুন, ককটেল বিস্ফোরণ প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় আগুন ও দু'টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
 
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় এবং সিরাজগঞ্জ পৌর এলাকার কালীবাড়ি ও নবদ্বীপপুল এলাকায় এসব ঘটনা ঘটে।


 
স্থানীয়রা জানায়, রাতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পূর্বদেলুয়া ব্রিজ এলাকায় পিকেটিং করছিলেন হরতালকারীরা। রাত সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ রোড থেকে যাত্রীবাহী একটি অটোরিকশার গতিরোধ করে আগুন দিয়ে পালিয়ে যায় হরতাল সমর্থকরা। এ সময় অটোরিকশার যাত্রীরা দ্রুত নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
 
এদিকে, একই সময় হরতালের সমর্থনে সিরাজগঞ্জ পৌর এলাকার কালীবাড়ি ও নবদ্বীপপুল এলাকায় দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটে।  
 
উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিরত ফায়ারম্যান নাইমুল হাসান বাংলানিউজকে জানান, পূর্ব দেলুয়ায় অটোরিকশায় আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।