ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে এসএসসি পরীক্ষায় নিরাপত্তায় পুলিশের ছুটি বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
না.গঞ্জে এসএসসি পরীক্ষায় নিরাপত্তায় পুলিশের ছুটি বাতিল

নারায়ণগঞ্জ: ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে নারায়ণগঞ্জ পুলিশ শুক্র ও শনিবারের ছুটিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন।



শনিবার দুপুরে নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে টানা অবরোধ ও হরতালে নারায়ণগঞ্জের এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় সম্পর্কে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসপি মহিদ উদ্দিন বলেন,  যেকোনো ইস্যুতেই পুলিশ নিরাপত্তা দিতে প্রস্তুত। ২৪ ঘণ্টা পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের বর্তমান অবস্থার জন্য পুলিশের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।  

সম্প্রতি দেশে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে এমন ঘটনা ঘটতে দেয়া হবে না। যদি এমন কোনো কাজ কেউ করে তারা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী টানা অবরোধ ও রোববার থেকে ৭২ ঘন্টার হরতাল ডেকেছে এবং রোববার থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় নারায়ণগঞ্জে ১৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২১ হাজার ৬৩৭ জন, ৭টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ২ হাজার ৪৫৮ জন, ১১টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষার্থী ৯৬৫ জন। সর্বমোট পরীক্ষার্থী হচ্ছে ২৫ হাজার ৬০ জন।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।