ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

স্টাফ করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কার্যালয়ের পাশে খানজাহান আলী জামে মসজিদ গলি থেকে কার্যালয় লক্ষ্য করে ককটেল ২টি নিক্ষেপ করা হয়।

বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হলে আতঙ্কের সৃষ্টি হয়।

পুলিশের দৌড়াদৌড়িতে কার্যালয়ের সামনে খানজাহান আলী সড়কে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কেএমপি কমিশনার নিবাস চন্দ্র মাঝি রাত ১০টা ৮ মিনিটে বাংলানিউজকে জানান, কেএমপির তিন তলার ছাদে বিকট শব্দে ২টি ককটেল বিস্ফোরিত হয়েছে।

এদিকে, একই সময়ে খুলনা মহানগরীর শিববাড়ি এলাকায় বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।