ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে চার মোটরসাইকেল চালককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
শাহবাগে চার মোটরসাইকেল চালককে জরিমানা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিষেধাজ্ঞা অমান্য করে একাধিক আরোহী বহন করায় রাজধানীর শাহবাগে চার মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ট্রাফিক পুলিশ।

রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে শাহবাগ এলাকায় দায়িত্বরত সার্জেন্ট প্রত্যেককে ২৫০ টাকা করে জরিমানা করেন।



এ সময় মোটরসাইকেলগুলোর কাগজও জব্দ করা হয়।

দায়িত্বরত সার্জেন্ট টুকু বাংলানিউজকে বলেন, একাধিক আরোহী নিয়ে মোটরসাইকেল চলাচলে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের এ ব্যবস্থা।

মোটরসাইকেলে চালক ছাড়া অন্য সঙ্গী বা যাত্রী বহনে গত ২২ জানুয়ারি নিষেধাজ্ঞা জারি করে সরকার। ওইদিন দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।