ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে নির্মাণাধীন মসজিদের ছাদ ধস, উদ্ধার ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
রংপুরে নির্মাণাধীন মসজিদের ছাদ ধস, উদ্ধার ৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরে নির্মাণাধীন একটি মসজিদের দ্বিতীয় তলার ছাদ ধসের ঘটনা ঘটেছে।

ঘটনার পর পরই ছয়জন শ্রমিককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

এ ছাড়া ছাদের নিচে আরো ১০ থেকে ১২ জন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী, শ্রমিক এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।

রোববার দুপুর সোয়া একটার দিকে শহরের আলমনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

মসজিদে কর্মরত শ্রমিক ফুলমিয়া বাংলানিউজকে জানান, রোববার দুপুর সোয়া একটার দিকে আলমনগর মসজিদের দ্বিতীয়তলার ছাদ ঢালাইয়ের সময় বাইরের দুটি পিলার ধসে পড়ে। এর পর পরই নির্মাণাধীন ছাদটি একতলার ওপর ধসে পড়ে।

এ সময় ছয় শ্রমিককে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ছাদের নিচে আরো ১০ থেকে ১২ জন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি জানান, ঘটনার পর পরই খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী, শ্রমিক এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।

তবে কী কারণে পিলারসহ ছাদ ধসে পড়লো, তা এখন পর্যন্ত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।