ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভাষার মাস বরণে সিলেটে বর্ণমালার মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
ভাষার মাস বরণে সিলেটে বর্ণমালার মিছিল

সিলেট: সিলেটে বর্ণমালার মিছিল আর সাংস্কৃতিক সংগঠনের নৃত্যের তালে বরণ করা হলো ভাষার মাস ফেব্রুয়ারিকে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিতে বর্ণমালার মিছিল বের করা হয়।



মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুস্তস্তবক অর্পণ করে। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াজ রহিম। সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় উপস্থিত সকলকে মিছিলে অংশ নেওয়ায় ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন সিলেট সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক নিরঞ্জন দে।

মিছিল এবং শহীদ মিনারের কর্মসূচিতে অংশ নেন সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ভাষাসৈনিক প্রফেসর আব্দুল আজিজ, সাংস্কৃতিকব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাংবাদিক আল আজাদ, সাংস্কৃতিকব্যক্তিত্ব মনির হেলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামসুল আলম সেলিম, কবি মোকাদ্দেস বাবুল, সাংস্কৃতিকব্যক্তিত্ব গোলাম সোবহান বাবুল প্রমুখ।

পরে শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে দেশাত্মবোধক গানের তালে তালে নৃত্য  পরিবেশন করেন সিলেট ছন্দ নিত্যালয়ের শিল্পীরা।

সিলেটের অর্ধশতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মিছিলে অংশ নেয়।

সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বাংলানিউজকে বলেন, ৬২ বছর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভাষার মাসকে বরণ করতে মিছিলে সকল শ্রেণীর মানুষ অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।