ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বনানী ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
বনানী ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩ প্রতীকী

ঢাকা: চাঁদাবাজি মামলায় রাজধানীর বনানী থানা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস (৩০) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বনানী থানার ডিউটি অফিসার ফরিদা পারভীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে বনানী থানা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

আনিসের অপর দুই সহযোগী হলেন, মোহাব্বত হোসেন সবুজ (৩২) এবং সোহেল শেখ (৩০)।

রোববার দুপুর ১ টায় দ্রুত বিচার আইনে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।