ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরের গংগাচওড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
রংপুরের গংগাচওড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের সীমান্তবর্তী রংপুরের গংগাচওড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শরিফ মিয়া(৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার(২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গংগাচওড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।



শরিফ মিয়া গংগাচওড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর ইশোরকুল গ্রামের শহিদার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, শরিফ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার হড্ডু মজিদের ছেলে আব্দুস সালামের। এ নিয়ে উভয়পক্ষের একাধিক আদালতে মামলা বিচারাধীন।

এর জের ধরে মঙ্গলবার রাতে স্থানীয় কাশিয়াবাড়ি বাজারের মতিনের চায়ের দোকানে শরিফকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এরপর হামলাকারীরা মামলার সাক্ষী মানিকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করে। খবর পেয়ে রাত ১১টার দিকে গংগাচওড়া থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গংগাচওড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিন্নাত আলী বাংলানিউজকে জানান, হামলাকারী রক্তের বাঁধন সংগঠনের লোকজনকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। মৃতদেহ বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
পিসি
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।