ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিশিষ্টজনদের হত্যার হুমকির অভিযোগে জামায়াত কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
বিশিষ্টজনদের হত্যার হুমকির অভিযোগে জামায়াত কর্মী আটক

ঢাকা: অধ্যাপক আনিসুজ্জামান, মুহম্মদ জাফর ইকবাল ও মুনতাসির মামুনসহ দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের হত্যার হুমকির অভিযোগে রাজধানীর তেজগাঁও থেকে আব্দুল হক (২৬) নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাতে তাকে আটক করা হয়।

তিনি জানান, আটক আব্দুল হক আইএস এবং আনসারুল্লাহ বাংলা টিমের নাম ব্যবহার করে দেশের বিশিষ্টজনদের হত্যার হুমকি দিয়েছে। মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে, ফোন কল করে, ইন্টারনেটের মাধ্যমে আবার কখনও চিঠির মাধ্যমেও এই হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫/আপডেট: ১১৪৫ ঘণ্টা
এনএইচএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।