ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি আবুল কাশেমের মরদেহে প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
সাবেক এমপি আবুল কাশেমের মরদেহে প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য

ঢাকা: আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের সীতাকুণ্ডের (চট্টগ্রাম-৪) সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম আবুল কাশেম মাস্টারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরদেহ দেখতে যান প্রধানমন্ত্রী।

এরপর ফুলের তোড়া দিয়ে এই সংসদ সদস্যকে শেষ বিদায় জানান শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত তার পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন ও তাদের শান্ত্বনা প্রদান করেন। পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্য আবুল কাশেম মাস্টারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

কিডনি জনিত সমস্যার কারণে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল কাশেম মাস্টার।

এবিএম আবুল কাশেম মাস্টার ১৯৯৬ ও ২০০৯ সালে দুই’বার সীতাকুণ্ড থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে নির্বাচিত হওয়ার পর তিনি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

আবুল কাশেম মাস্টার সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে আবুল কাশেম মাস্টর স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।   তার বড় ছেলে এস এম আল মামুন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের দায়িত্বশীল নেতা।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এমইউএম/টিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।