ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে সিরিজ বোমা হামলা মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
নাটোরে সিরিজ বোমা হামলা মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলার ঘটনায় নাটোরে দায়েরকৃত মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় মামলাটির সাক্ষ্যগ্রহণ  সমাপ্ত ঘোষণা করেন।



একইসঙ্গে আগামী ১৪ জানুয়ারি আসামিদের বক্তব্য শোনার দিন ধার্য করেন আদালত।

বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর, রাজশাহী ও নাটোর কারাগার থেকে বিশেষ পুলিশি নিরাপত্তায় আসামি আব্দুর রশিদ, দেলোয়ার হোসেন মিঠু, হাফিজুর রহমান হাফিজ, শিহাব উদ্দিন শিহাব, আব্দুল মতিন ওরফে ইসমাইল, শহীউল্লাহ ওরফে ফারুক, শফিউল্লাহ ওরফে তারিককে নাটোরের আদালতে হাজির করা হয়।

পরে তাদের একইভাবে নির্দিষ্ট কারাগারে ফেরত পাঠানো হয়।

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের অন্যান্য জেলার মতো নাটোরের জজ আদালত, ডিসি অফিস, ট্রেজারি, বাসস্ট্যান্ড, পেট্রোলপাম্পসহ ৮টি স্থানে বোমার বিস্ফোরণ ঘটায় জেএমবি।

ওইদিনই নাটোর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ওই দিনই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

পরে পুলিশের হাতে গ্রেফতার হন ওই সাত আসামি। মামলার তদন্ত কর্মকর্তা ও নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান তদন্ত শেষে ওই সাত আসামির বিরুদ্ধে ২০০৬ সালের ১৬ নভেম্বর অভিযোগপত্র জমা দেন।

আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারের জন্য ২০০৬ সালের ২৯ নভেম্বর মামলাটি জজ আদালতে পাঠান।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।