ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত বাসে জমজ সন্তান প্রসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
চলন্ত বাসে জমজ সন্তান প্রসব ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আড়পাড়া এলাকায় চলন্ত একটি বাসে জমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সাহেদা খাতুন (৩৫) নামে এক যাত্রী।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সংগ্রাম পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।



সাহেদা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার কুসুডাঙ্গা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আরশাদ উল্লাহ বাংলানিউজকে জানান, ওই গৃহবধূর স্বামী খাইরুল ইসলাম সংগ্রাম পরিবহনে ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। তিনি স্ত্রীকে নিয়ে রাজধানীর দারুস সালাম এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

বুধবার সকালে তিনি সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে বাসটি মহাসড়কের আড়পাড়া পৌঁছালে বাসের ভেতরেই স্ত্রীর প্রসব বেদনা ওঠে ও জমজ মেয়ের জন্ম হয়। পরে মা ও নবজাতকদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছে বলে তিনি জানান।
 
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।