ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিষখালী নদীর ভাঙন রোধে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
বিষখালী নদীর ভাঙন রোধে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বিষখালী নদীর ভাঙন রোধে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের বাসিন্দারা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার রামনা ইউনিয়নের পুরান লঞ্চঘাট ভাঙন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



বিষখালী নদীর ভাঙনে দক্ষিণ রামনা, উত্তর রামনা ও চলাভাঙ্গা গ্রামের বসতভিটা ও কৃষি জমি হারানো গ্রামবাসীসহ সহস্রাধিক মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধনে রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জোমাদ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, ভাইস চেয়ারম্যান ফেরদৌস তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সাজু প্রমুখ।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৮ কিলোমিটার দৈর্ঘের রামনা ইউনিয়নের প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার নদী গর্ভে বিলিন হয়ে গেছে। দ্রুত ভাঙন রোধ করা না গেলে শিক্ষা প্রতিষ্ঠান, সাইক্লোন শেল্টারসহ দুই সহস্রাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলিন হয়ে যাবে।

এ সময় তারা আরো বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনতিবিলম্বে এ ভাঙন রোধে যদি কোনো পদক্ষেপ না নেয় তবে সব হারানো ছাড়া রামনা ইউনিয়নবাসীর সামনে আর কোনো পথ খোলা থাকবে না।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএ







বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।