ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রামেক হাসপাতালে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
রামেক হাসপাতালে হাজতির মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ওমর ফারুক (২৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি নওগাঁ জেলার পোরশা উপজেলার অনন্তপুর গ্রামের সেলিম শেখের ছেলে।



বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।  

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, একটি অস্ত্র মামলায় আটক হওয়ার পর গত ১৬ নভেম্বর ওমর ফারুককে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য নওগাঁ হাসপাতালে পাঠানো হয়। এ সময় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে দশটার দিকে ওমর ফারুকের মৃত্যু হয়। এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শফিকুল ইসলাম আরও বলেন, বুধবার দুপুরে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসএস/ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।