ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে যেন আর একটিও প্রাণহানি না ঘটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
সড়কে যেন আর একটিও প্রাণহানি না ঘটে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমরা চাই সড়কে যেন আর একটিও প্রাণহানি না ঘটে। আমরা চাই জনসচেতনতা বৃদ্ধি হোক, সবারই জীবন নিরাপদ হোক।



বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা হল রুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে নাগেশ্বরী স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনা বাড়াতে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

নাগেশ্বরী পৌরসভা হল রুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, পৌর মেয়র আব্দুর রহমান মিয়া, এলজিইডির কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, ঢাকা স্থানীয় সরকারের প্রকল্প পরিচালক আখতার হোসেন, নিসচা’র কুড়িগ্রাম শাখার সভাপতি আবু বকর সিদ্দিক, নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি নুরন্নবী দুলাল, নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর, নিসচার নাগেশ্বরী শাখার আহ্বায়ক কহিনুর বেগম, সদস্য সচিব আব্দুল আজিজ প্রমুখ।

পরে পৌর হল রুমে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক চালক অংশ নেয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে স্থানীয় সরকারের সাসটেইনেবল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ঢাকা, এলজিইডি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুড়িগ্রাম।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।