ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিএফইউজে’র ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বিএফইউজে’র ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা।



শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৫টায়। রাতে ফলাফল ঘোষণা হবে বলে জানা গেছে।

এবার নির্বাচনে আলতাফ মাহমুদ-মোল্লা জালাল পরিষদ ও জলিল-কামাল পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে মহাসচিব পদে ওমর ফারুক ও যুগ্ম মহাসচিব পদে আব্দুল মজিদ প্রার্থী হয়েছেন।

সভাপতি পদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ (দৈনিক ডেসটিনি) এবং বিএফইউজের বর্তমান মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া (ডেইলি স্টার) প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোল্লা জালাল (এনএনবি), ওমর ফারুক (বাসস) ও বর্তমান কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল (বাসস)। এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন মধুসূদন মণ্ডল (বাসস) ও আতাউর রহমান (বাসস)। ঢাকা বিভাগে সহ-সভাপতি পদে নাসিমুন আরা হক মিনু (সংবাদ), জাফর ওয়াজেদ (জনকণ্ঠ), যুগ্ম-মহাসচিব পদে রফিকুল ইসলাম সবুজ (সকালের খবর), অমিয় ঘটক পুলক (ডেইলি অবজারভার) ও আবদুল মজিদ (বৈশাখী টেলিভিশন) প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএফইউজের নির্বাহী পরিষদের চার সদস্য পদের জন্য মফিদা আকবর (দৈনিক ইত্তেফাক), জাকিরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), স্বপন দাস গুপ্ত (দৈনিক বর্তমান), শফিউদ্দিন আহমদ বিটু (দৈনিক নয়াদিগন্ত), মজুমদার জুয়েল (একুশে টেলিভিশন), সৈয়দ ইশতিয়াক রেজা (একাত্তর টেলিভিশন), কাজী গোলাম আলাউদ্দিন (বাসস), আনোয়ারুল করিম রাজু (আমাদের অর্থনীতি) ও মো. আবদুল খালেক লাভলু (দৈনিক আওয়ার বাংলাদেশ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রবীণ সাংবাদিক আবু তাহের।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এডিএ/ইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।