ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
লোহাগড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় গাজী রইস উদ্দিন বেবি (৫৫) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার(২৮ নভেম্বর)বিকেলে উপজেলার ধলইতলা গ্রামে এ ঘটনা ঘটে।



জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক টিপু সুলতান বাংলানিউজকে জানান, গাজী রইস উদ্দিন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য, কোটাকোল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কোটাকোল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

এলাকাবাসীরা জানান, বিকেলে রইস উদ্দিন লোহাগড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি ধলইতলা গ্রামের পাকা রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।