ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১০ হাজার লিটার মদ জব্দ, ৭ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
১০ হাজার লিটার মদ জব্দ, ৭ জনের কারাদণ্ড

নাটোর: নাটোরের গুরুদাসপুরে ১০ হাজার লিটার চোলাই মদ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।



অভিযানকালে সাত জনকে আটক করে র‌্যাব। বিকেলে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- আব্দুল হালিম (২৮), হামিদুল (৩২), শ্যামল পাহান (২৬), লিটন পাহান (২৭), সাগর পাহান (৩৫), অনিল পাহান (১৯) ও রাজেন্দ্র পাহান (৫২)।

দুপুরে র‌্যাব-৫ এর সদস্যরা ধানুড়া পাইকপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই এলাকার ছয়টি বাড়ি থেকে প্রায় ১০ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে, ঘটনাস্থলেই জব্দ করা মদ বিনষ্ট করা হয়।

অভিযানকালে মাদকদ্রব্য সেবন ও বহনের অভিযোগে আব্দুল হালিম ও হামিদুল এবং মাদক বিক্রির অভিযোগে শ্যামল পাহান, লিটন পাহান, সাগর পাহান, অনিল পাহান ও রাজেন্দ্র পাহানকে আটক করা হয়।

বিকেলে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন। তাদের মধ্যে পাঁচ মদ বিক্রেতাকে নয় মাস করে ও দুই মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন সাত জনের কারাদণ্ডাদেশের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।