ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা কবিতা পরিষদের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
সাতক্ষীরা কবিতা পরিষদের কমিটি গঠন

সাতক্ষীরা: আমিনুর রশীদকে সভাপতি ও সরদার গিয়াসউদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে সাতক্ষীরা কবিতা পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার(২৮ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে দিনব্যাপী কবিতা উৎসব ২০১৫ এর সমাপনী অনুষ্ঠানে কবিতা পরিষদ সাতক্ষীরার সদ্য সাবেক সভাপতি মন্ময় মনির সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট নুতন কমিটি ঘোষণা করেন।



নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনীত হয়েছেন সিরাজুল ইসলাম, সালেহা আক্তার, মন্ময় মনির ও মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান ও দিলীপ কুমার। সাংগঠনিক সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ, অর্থ সম্পাদক মনিরা আক্তার, দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানা নিপা এবং কার্যনির্বাহী সদস্য যথাক্রমে সাহানা হামিদ, রঘুজিৎ গুহ ও শহিদুল ইসলাম। এ কমিটি আগামী দুই বছর দায়িত্বপালন করবে।

এদিকে, জেলার দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত কবিতা উৎসব ২০১৫ শেষে প্রতিক্রিয়া জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা থেকে আসা ও নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত সুকুমার দাশ বাচ্চু বাংলানিউজকে বলেন, অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে সারাদিনটা কেটেছে। কবি-সাহিত্যিকদের মিলন মেলায় অংশ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কবিতাই হোক মানুষের পথচলার সাথী।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।