ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও স্থিতিশীল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সচেষ্ট ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ নভেম্বর) এক বাণীতে তিনি এ সংহতি প্রকাশ করেন।



১৯৮৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে ‘ইউনাইটেড ন্যাশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন’ প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে এ দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ইসরাইল ও ফিলিস্তিন- আলাদা দু’টি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী নিপীড়িত জনগণকে, যারা সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ অথবা বর্ণবাদের বিরুদ্ধে লড়ছেন, তাদের সহায়তা দেওয়ার কথা বলা আছে আমাদের সংবিধানে। বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনিদের প্রতি তাদের লড়াইয়ে পূর্ণ সমর্থন ব্যক্ত করছে।

তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে যে নীতি ও আদর্শ বাংলাদেশের মানুষকে ১৯৭১ সালে স্বাধীনতা ছিনিয়ে আনার পথ দেখিয়েছে, সেই নীতি ও আদর্শ থেকেই ফিলিস্তিনি জনগণের প্রতি আমরা সংহতি জানাচ্ছি।

ফিলিস্তিনে অধিকৃত এলাকাগুলোয় দখলদাররা মানবাধিকার লঙ্ঘন করছে উল্লেখ করে এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।