ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভ্যালেরি টেলরকে অ্যাওয়ার্ড দিলো এইচআরপিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ভ্যালেরি টেলরকে অ্যাওয়ার্ড দিলো এইচআরপিবি

ঢাকা: জনস্বার্থে কাজের স্বীকৃতি স্বরূপ সিআরপি (সাভার) এর প্রতিষ্ঠাতা ড.ভ্যালেরি টেলরকে এইচআরপিবি অ্যাওয়ার্ড-২০১৫’’ প্রদান করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সুপ্রীম কোর্ট বার অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পরিবেশ পদক-২০১৫ প্রাপ্ত আইনজীবী এবং হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি ও আন্তর্জাতিক সালিসি আদালতের সদস্য বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রফিক-উল হক, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, প্রফেসর মুনতাসির মামুন এবং সুপ্রীম কোর্ট বারের সেক্রেটারি ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এইচআরপিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম বলেন, সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেলরকে অ্যাওয়ার্ড প্রদান করা একটি প্রশংসিত কাজ। তিনি আইনজীবীদের বেশি করে জনস্বার্থমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আবেদন জানান।

ব্যারিস্টার রফিক-উল হক তার বক্তৃতায় বলেন আইনজীবীরা অনেক আয় করেন কিন্তু জনকল্যাণে ব্যয়ের ক্ষেত্রে তাদের সংখ্যা খুব বেশি নয়। তিনি বলেন এখন যতটা না তিনি আইনজীবী তার চেয়ে বেশি ব্যস্ত মানুষের স্বাস্থ্য সেবায় কাজ করা নিয়ে। এর মাধ্যমে সমাজে অবদান রাখা সম্ভব।

ড. ভ্যালেরি টেলর তার বক্তৃতায় তাকে এইচআরপিবি অ্যাওয়ার্ড দেয়ায় কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, কোন পুরস্কারের আশায় তিনি কাজ না করলেও এ ধরনের সম্মান তাকে উৎফুল্ল করেছে। তিনি সিআরপির জন্য সকলের জন্য সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯,২০১৫
ইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।